রিজভীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি হয়নি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মতিঝিল থানার নাশকতার মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া শুনানির দিন পেছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ শাহনাজ সুলতানা আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করেন। ২০১২ সালের ডিসেম্বর মাসে মতিঝিল থানায় নাশকতার অভিযোগে মামলাটি করে পুলিশ। ২০১৫ সালের শেষের দিকে বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৩২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।