রিমান্ডে, সিঙ্গাপুর ফেরত জেএমবির দুই সদস্য

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার সিঙ্গাপুর ফেরত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- দৌলত জামান ওরফে মোয়াজ আল বাঙালী ও সোহেল হাওলাদার ওরফে বেলাল হাফসী আল বাঙালী। মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই একেএম জিয়াউর রহমান আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় দশদিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, তাদের সহযোগিদের নাম-ঠিকানা ও গ্রেপ্তারের লক্ষ্যে এবং উগ্র-মতবাদ সম্বলিত লিফলেট, বই, অস্ত্র ও বিস্ফোরক এর উৎস এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড মঞ্জুর করা হোক। আসামি বেলাল হাফসীর পক্ষে তার আইনজীবী মো. আওলাদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, অভাবের তাড়নায় সিঙ্গাপুরে যায় হাফসী। গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। কিন্তু সে বাড়ি পৌঁছায়নি। তাকে না পেয়ে নরসিংদীর পলাশ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। তিনি আরো বলেন, আমরা ধরে নিচ্ছি এতদিন সে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিল। তার কাছ যে তথ্যের প্রয়োজন তা নেওয়া হয়েছে। এখন আর তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই। তাই আমি তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করছি। তবে মামলার অপর আসামি দৌলত জামান ওরফে মোয়াজ আল বাঙালীর পক্ষে কোন আইনজীবী ছিল না। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, রাজধানীর সবুজবাগ থানা এলাকার পূর্ব রাজারবাগ এলাকা থেকে গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। এ সময় তাদের কাছ থেকে দুইটি পাসপোর্ট, নয়টি উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন একং সাতটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।