রূপপুর পারমাণবিক এবং রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক :  রূপপুর পারমাণবিক এবং রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য (এআইডিইউ)।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ করে এ দাবি জানায় সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সাম্রাজ্যবাদী রাশিয়ার স্বার্থে রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্প চুক্তি করে বাস্তবায়নের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। তাই সব সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান থেকে রামপাল কয়লা বিদ্যুৎ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। এ জন্য জাতীয়ভিত্তিক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সংগঠনের সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এআইডিইউ সদস্য ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামশুল আলম, জাতীয় বিপ্লবী ফ্রন্টের সভাপতি আবুল হোসেন, সহসভাপতি খলিলুর রহমান প্রমুখ।