রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৫ ছাত্রের হিফজ সম্পূর্ণ

রেজাউর রহমানঃ রূহ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যমের ৫ ছাত্র পবিত্র কুরআনের হিফজ বিভাগ সম্পূর্ণ করেছেন।

এ উপলক্ষে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে এক কনভোকেশনের মাধ্যমে হাজেফদের ও তাদের বাবা-মাকে সম্মানিত করা হয়।

রূহ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যমের ৫ ছাত্র পবিত্র কুরআনের হিফজ বিভাগ সম্পূর্ণ করা হলেন মুয়াজ আব্দুল্লাহ, ফারহাদ ফুয়াদ ভূঁইয়া, মিফতাহুল ইসলাম, আবু জার আনসারুল্লাহ ফাহিম।

উক্ত কনভোকেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তা শেখ আহমেদ বিন ইউসুফ আল আনসারি।

এসময় রূহ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যমের ৫ ছাত্র পবিত্র কুরআনের হিফজ বিভাগ সম্পূর্ণ করা ছাত্রের সম্মাননা স্মারক ও পাগড়ি পড়িয়ে দেন শেখ আহমেদ বিন ইউসুফ আল আনসারি।

বক্তারা দীনি শিক্ষার উপর ছেলে-মেয়ে এগিয়ে নিতে অভিবাবকদের প্রতি অনুরোধ জানান। এসময় স্কুলের শিক্ষিক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিবাবকগণসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গজল, নাটক ও কুরআন থেকে তেলাওয়াত মাধ্যমে কনভোকেশন শেষ হয়।