রেকর্ড গড়ে জিতল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : এশিয়ার বাইরে, এশিয়ার কোন দল ছাড়া আর কোনো দলের বিপক্ষে তিন শতাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না পাকিস্তানের।

রোববার কার্ডিফে সেই রেকর্ডটি গড়ে ফেলল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩০৩ রানের টার্গেট তাড়া করে জয় তুলে নিয়েছে ৪ উইকেটে। তাও আবার ১০ বল হাতে রেখে।

এই জয়ের ফলে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে সফরকারীরা। তবে সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে।

রোববার দিবাগত রাতে পাকিস্তানের এমন দারুণ জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন শোয়েব মালিক (৭৭) ও সরফরাজ আহমেদ (৯০)। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন মহামূল্যবান ১৬৩ রান সংগ্রহ করেন। তাতে জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান। এরপর মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৩৪ ও ইমাদ ওয়াসিমের অপরাজিত ১৬ রানে ভর করে জয়ের বন্দরে নোঙর করে পাকরা।

বল হাতে ইংল্যান্ডের মার্ক উড ও লিয়াম দাওসন ২টি করে উইকেট নেন।

তার আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন জ্যাসন রয়। ৭৫ রান করেন বেন স্টোকস। তৃতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন জনি বেয়ারস্টো।

বল হাতে পাকিস্তানের হাসান আলী ৪টি ও মোহাম্মদ আমির ৩টি উইকেট নেন।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সরফরাজ আহমেদ। আর সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের জো রুট।