রেলওয়েতে নিয়োগ ৮৬ পদের জন্য

মহাপরিচালকের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন ঢাকার বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ রেলওয়েতে সরাসরি নিয়োগযোগ্য সহকারী স্টেশন মাস্টার পদে নবনিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম : সহকারী স্টেশন মাস্টার
পদের সংখ্যা : ৮৬ (সংশোধিত)
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা।
বয়স : ২৬-১০-১৭ তারিখে ১৮-৩০ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা : ২৬ অক্টোবর ২০১৭ বিকাল ৫টা।
আবেদন পদ্ধতি : বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (www.railway.gov.bd) থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে তা যথাযথ নিয়ম মেনে পূরণ করতে হবে। এরপর ‘চিফ পার্সোনেল অফিসার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ ঠিকানায় পৌঁছাতে হবে। যারা ইতোমধ্যে গত ২৬ আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।