রেল সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের কাছে চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতুর রেল সংযোগ সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ে, বেসরকারি সংস্থা ডর্প এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, রেল সড়কে লাগানো গাছ বিক্রির টাকার নির্ধারিত অংশ ক্ষতিগ্রস্তদের মাঝে বণ্টন (চেকের মাধ্যমে) করা হয়। বনায়ন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর এ চেক হস্তান্তর করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, ডর্পের প্রতিষ্ঠাতা এবং সিইও এ এইচ এম নোমান, বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ রেলওয়ের সহায়তায় ২০০৪ সালে জয়দেবপুর থেকে সিরাজগঞ্জের জামতৈল পর্যন্ত ৯৯ কিলোমিটার রেল সড়কের দুই পাশে সাড়ে ৩ লাখ ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা রোপণ করা হয়। রেল সড়ক নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ৪০০ জন এ বনায়ন প্রকল্পের অংশীদার হন। তারাই এতদিন এসব গাছের রক্ষণাবেক্ষণ করতেন। সম্প্রতি এসব গাছ কেটে বিক্রি করা হয়। রোববার এর মুনাফার টাকা অংশীদারদের মাঝে বণ্টন করা হয়।