রেস্তোরাঁ খুলে দেওয়ার দাবি

জীবন-জীবিকা বাঁচাতে আগামী শুক্রবার (৬ আগস্ট) থেকে সব ধরনের রেস্তোরাঁ খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি।

সোমবার (২ আগস্ট) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেন।

তিনি বলেন, করোনার কারণে দীর্ঘদিন ধরে হোটেল-রেস্তোরা বন্ধ রয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে রেস্তোরা বন্ধ ছিল। এতে হোটেল-রেস্তোরার সঙ্গে জড়িত প্রায় সবার জীবনই স্থবির হয়ে গেছে। একদিকে প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, কোনো আয় নেই। অন্যদিকে নিয়তিম দোকান ভাড়া পরিশোধ করতে হচ্ছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে হচ্ছে। এতে মালিকরা বেশ ক্ষতির মুখে পড়েছেন। সবমিলে লকডাউনে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

তাই হোটেল-রেস্তোরা খুলে দিতে সরকারের প্রতি আবেদন জানান এই ব্যবসায়ী নেতা।