‘রোগীদের চিকিৎসা সেবা পেতে ভবিষ্যতে আর বিদেশমুখী হতে হবে না’

চিকিৎসার জন্য রোগীদের আর বিদেশমুখী হতে হবে না বলে মন্তব্য করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনাকালে গত দেড় বছরে বিএসএমএমইউসহ দেশের হাসপাতালেই রোগীদের বিশেষায়িত অনেক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ সময় বিদেশ যেতে পারেনি রোগীরা। তার মানে আমরা সবরকম সেবা দিতে সক্ষম। চিকিৎসা সেবা পেতে ভবিষ্যতে আর রোগীদের বিদেশমুখী হতে হবে না।

রোববার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিএসএমএমইউ আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

এদিন সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুর হয়। বিএসএমএমইউয়ের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হয়।