রোনালদোরা এবার ৮০ মিলিয়ন ইউরো বোনাস পাবে

ক্রীড়া ডেস্ক : ১৯৫৬ থেকে শুরু করে ১৯৬০ পর্যন্ত পাঁচ মৌসুম চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিজেদের ঘরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। এরপর আরও ছয়বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে স্প্যানিশ লিগের জায়ান্টরা।

কিন্তু শিরোপা ধরে রাখতে পারেননি পরের বছর। এবার সেই সুযোগটি তাদের সামনে এসেছে। ২০১৬ সালে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। শিরোপা ঘরে রাখার মিশনে এবার রিয়ালের প্রতিপক্ষ ইতালির সেরা ক্লাব জুভেন্টাস। আগামীকাল কার্ডিফে মাঠে নামবে দুই দল।

১২তম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের মিশনে রিয়াল মাদ্রিদ। এবার শিরোপা জিতলে বড় অঙ্কের বোনাস পাবে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজামারা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, রিয়াল মাদ্রিদ শিরোপা ঘরে তুললে ৮০ মিলিয়ন ইউরো পুরস্কার পাবে।

মার্কা জানিয়েছে, অধিনায়ক সার্জিও রামোসসহ দলের বেশি কিছু সিনিয়র ফুটবলার ক্লাব কর্তৃপক্ষের কাছে বড় অঙ্কের বোনাস দাবি করে। ক্লাব কর্তৃপক্ষও তাদের দাবি রাখার ঘোষণা দিয়েছে। মার্কার দাবি, এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারলে রিয়াল মাদ্রিদের প্রতিটি খেলোয়াড় ১৫ লাখ ইউরো করে বোনাস পাবেন।

গত বছর চ্যাম্পিয়নস লিগ জেতায় ক্লাব স্টাফ ও ফুটবলারদের ৩২ মিলিয়ন ইউরো বোনাস দিয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রতিটি ফুটবলার ৭ লাখ ইউরো পকেটে পুরেছিলেন। এছাড়া ১ লাখ ইউরো বাড়তি পেয়েছিলেন এলক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোয়। এবার বোনাসের পরিমাণ দ্বিগুন হয়েছে। বলার অপেক্ষা রাখে না ইতালির ক্লাবটিকে হারাতে পারলে পুরস্কারকে ভেসে যাবে লস ব্লাঙ্কোসরা।

প্রসঙ্গত, ইউএফার পক্ষ থেকে বিজয়ী দল চ্যাম্পিয়নশিপ প্রাইজমানি পাবে ১৫,৫০০,০০০ ইউরো। রানার্সআপ পাবে ১১,০০০,০০০ ইউরো।