রোববার ঢাকায় সার্ক ফিন্যান্স সেমিনার

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকায় হতে যাচ্ছে ‘সার্কভুক্ত অঞ্চলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের প্রভাব’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার।

রোববার সোনারগাঁও হোটেলে সকাল সাডে ৯টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ সেমিনারের উদ্বোধন করবেন। বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সার্ক ফিন্যান্স সেলের উদ্যোগে এ সেমিনার হচ্ছে।

সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম এ বাকী খলিলী সেমিনারের বিষয়বস্তুর ওপর থিম পেপার উপস্থাপন করবেন।

সেমিনারে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রধানসহ অভিজ্ঞ ব্যাংকাররা প্রথম ও দ্বিতীয় অধিবেশনে মূল প্রতিপাদ্য বিষয়ে সেশন চেয়ার ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন।

এতে সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে কার্যরত বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রধানরা অংশ নেবেন।