রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে: চাক শুমার

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চাক শুমার। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে যা যা করা দরকার যুক্তরাষ্ট্র তাই করবে।

শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি আমেরিকান সোসাইটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১১ জুন) বাংলাদেশি আমেরিকান সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দেন মার্কিন কংগ্রেসের মেজরিটি লিডার সিনেটর চাক শুমার। তিনি বাংলাদেশি ও অভিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলেন। বাংলাদেশ যেন আরও বেশি সংখ্যক করোনার টিকা পায় এ জন্য তিনি বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।
তিনি বলেন, ইমিগ্রেন্টদের কষ্ট আমি বুঝি। যুক্তরাষ্ট্র আসা ইমিগ্রেন্টদের সমস্যা সমাধানে সব কিছু করা হবে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রর এ বর্ষীয়ান রাজনীতিক।
চাক শুমার বলেন, আমি এই কমিউনিটির (বাংলাদেশি আমেরিকান সোসাইটি) মানুষকে ভালোবাসি। এই কমিউনিটির মানুষ খুবই পরিশ্রমী।
দীর্ঘ ৫৫ বছরের রাজনৈতিক জীবনে চাক শুমার এই নিয়ে দুবার বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানে যোগ দিলেন।