রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ‘যথাযথ পদক্ষেপ’ নিতে ব্যর্থ হয়েছে দাবি বিএনপির

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ‘যথাযথ পদক্ষেপ’ নিতে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, শুরু থেকেই কঠিন অবস্থান নিলে এই সংকট তৈরি হতো না।

রোহিঙ্গা ইস্যুতে চীন এবং রাশিয়ার ভূমিকায় মর্মাহত হলেও ভারতের ভূমিকায় কেন সরকার মর্মাহত হননি, এমন প্রশ্নও রাখেন তিনি।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

রোহিঙ্গা ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘মিয়ানমারে যখন কসাইয়ের মতো মানুষ কাটা হয়, তখন ভারত বলল, আমরা মিয়ানমারের পাশে আছি। এখন ভারত বলেছে, রোহিঙ্গাদের সমস্যায় আমরা বাংলাদেশের পাশে আছি। ভারতের এমন অবস্থান খুবই মারাত্মক। এটার জন্য বাংলাদেশ সরকারের উচিৎ ছিল প্রতিবাদ করা।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমাদের কারো পাশে থাকার দরকার নেই। আমাদের মিয়ানমার ইস্যুতে পাশে চাই। রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন, রাশিয়ার সমর্থন পাওয়া যাবে না। যাদের সমর্থন পাওয়া যাবে, তারা হলো বাংলাদেশের ১৬ কোটি মানুষ। তাদের ওপর ভরসা করেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাব-আজ না হয় কাল।’

‘১৯৭৮ সালে জিয়াউর রহমানের আমলে মিয়ানমারের ৩০ হাজার সৈন্যের বিরুদ্ধে আমাদের আড়াই হাজার সৈন্য রোহিঙ্গাদের তিন কিলোমিটার সীমানার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। পরবর্তীতে মিয়ানমার সরকার আমাদের সরকারের হাত-পায়ে ধরে আপোশ করতে বাধ্য হয়েছিল”, বলেন বিএনপির এই নীতি নির্ধারক।

তিনি বলেন, ‘আজকে অত্যন্ত দুর্ভাগ্য যে, বাংলাদেশ সরকার সেই অবস্থান নিতে পারছে না। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলেন, আমাদের সরকার কেন সেই ভাষায় কথা বলতে পারছে না। কিসের ভয়? বাংলাদেশের ১৬ কোটি মানুষ রোহিঙ্গাদের পক্ষে দাঁড়িয়েছে সেখানে কিসের ভয়?’

মির্জা আব্বাস বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২২ ট্রাক ত্রাণ নিয়ে গিয়েছিলাম, সেটা নিয়ে সরকার কী করছে তা সকলেরই জানা আছে। আমরা এখন অন্যভাবে ত্রাণ দিচ্ছি। টিউবওয়েল ও স্যানিটারির কথা আওযামী লীগ ভাবেনি। আমরা শুরু করেছি। অতপর তারা আমাদের অনুকরণ করছে।’

অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সায়েদ্যুল ইসলাম বাবুল, হান্নান শাহর ছোট ছেলে রিয়াজুল হান্নান প্রমুখ বক্তব‌্য রাখেন।

এ ছাড়া বিএনপি নেতাদের মধ‌্যে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিএনপি নেতা কাজী আবুল বাশার, শামসুল ইসলাম তোফা, সাইফুল ইসলাম পটু, আমিনুল ইসলাম, মাওলানা এমএম মালেক, নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।