লকডাউনে সৌদিএয়ারলাইন্সের যাত্রীদের টিকেট রি-ইস্যু করতে হবে

সৌদি আরবগামী প্রবাসী কর্মী যাদের কাছে  ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের টিকেট রয়েছে, তাদের সকলকে টিকেট রি-ইস্যু করতে হবে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সৌদি এয়ারলাইন্সের প্রধান শাখার ম্যানেজার জাহিদুল আমিন এ কথা জানান।

তিনি রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান নেয়া সৌদি আরবগামী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত যারা যারা ফ্লাইট মিস করেছেন বা যেতে পারেননি তাদের প্রত্যেককে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হবে

তিনি আরও জানান, আগামীকাল রবিবার থেকে ১৪ তারিখের যাত্রীদের ফ্লাইট শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৫ এপ্রিলের টিকিট সোমবার (১৯ এপ্রিল), ১৬ এপ্রিলের টিকিট মঙ্গলবার (২০ এপ্রিল), ১৭ এপ্রিলের টিকিট বুধবার (২১ এপ্রিল) এবং ১৮ এপ্রিলের টিকিট বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ফ্লাইটের সৌদি যাত্রীদের পরবর্তীতে তারিখ জানানো হবে।’

এর আগে সকাল থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের কাউন্টারের সামনে বিক্ষোভ করেন শতাধিক যাত্রী। তাঁদের বেশির ভাগই সৌদি আরবে প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত। দেশটিতে ফেরার জন্য তাঁরা বিভিন্ন তারিখে টিকিট কেটে রেখেছিলেন। ফ্লাইটের দিন পার হয়ে যাওয়ায় ও ভিসার মেয়াদ শেষ হয়ে আসার কারণে তাঁরা বিক্ষোভ করেন।