লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিতঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে ভারতজুড়ে যে লকডাউন চলছে, তা ধাপে ধাপে তুলে নেওয়া উচিত বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউন আরও বাড়ানো উচিত কি না, এ বিষয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার কথা বলবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই মমতা তার মত জানালেন।

বৃহস্পতিবার একটি টেলিভিশনকে তিনি বলেন, তৃণমূল‌ নেত্রী ও সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি, লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত। ৪ মে থেকে পরবর্তী দু’সপ্তাহের মধ্যে এই লকডাউন তুলে নেওয়া উচিত।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এ কথাই বলবেন বলে জানান মমতা।

তবে লকডাউন তোলা হলেও দেশের ভেতরে ও বিদেশে উড়োজাহাজ চলাচল ও দূরপাল্লার ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখার পক্ষে কথা বলেন তিনি।