‘লঞ্চ মালিকদের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব অযৌক্তিক’

লঞ্চ মালিকদের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব অযৌক্তিক বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল।

আজ সোমবার দুপুরে তিনি এই কথা জানান।

নৌ সচিব বলেন, ভাড়া পুনর্নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাসের পর লঞ্চের ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দেয় মালিকেরা।

সে ক্ষেত্রে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য কিলোমিটার প্রতি বর্তমান ভাড়া ২ টাকা ৩০ পয়সার জায়গায় ৪ টাকা ৬০ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে বর্তমান ভাড়া ২ টাকার জায়গায় ৪ টাকা করার প্রস্তাব দিয়েছেন লঞ্চ মালিকরা।