লাখ টাকা জরিমানার পর ভাল চাল বিতরণ

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী ডিমলায় দু্ই ডিলারকে এক লাখ টাকা জরিমানার করার পর ভাল চাল বিতরণ করছেন।

শনিবার তারা ভাল চার বিতরণ করেছেন। এর আগে শুক্রবার রাতে তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ডিমলার ঝুনাগাছ চাঁপানি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকার কর্তৃক সরবরাহকৃত ভালমানের চাল পরিবর্তন করে নিম্নমানের চাল বিক্রির অভিযোগে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

একই সঙ্গে আদালত নিম্নমানের চাল বিতরণ বন্ধ করে দিয়ে ভালমানের চাল বিতরণের নির্দেশ দেন।

ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।

এদিকে আজ সকাল হতে উপজেলা প্রশাসনের নজরদারিতে ওই দুই ডিলার ভালমানের চাল কার্ডধারীদের নিকট বিক্রি শুরু করেছে।

জরিমানার অর্থ জমা দিয়ে ডিলাররা শনিবার সকাল হতে কার্ডধারীদের ভালমানের চাল বিক্রি শুরু করেছে বলে জানান ঝুনাগাছ চাঁপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাল পরিবর্তন করে নিম্নমানের চাল বিক্রির অভিযোগে প্রাথমিকভাবে দুই ডিলারকে জরিমানা করা হয়েছে।