লালমনিরহাটে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের হাতীবান্ধায় বিরল প্রজাতির একটি ময়ূর পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করছেন ময়ূরটি সীমান্ত পার হয়ে ভারত থেকে চলে এসেছে। মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে ময়ূরটিকে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসা হয়। বেজগ্রামের বাসিন্দা জিতেন্দ্র নাথ রায় জানান , মঙ্গলবার সকালে ভুট্টা ক্ষেতে একটি ময়ূর দেখতে পেয়ে এলাকাবাসী সেটিকে ধরার চেষ্টা করে। দুপুরের দিকে ময়ূরটিকে ধরতে সক্ষম হয় এলাকাবাসী। ময়ূরটি একটি পুরুষ ময়ূর। এটির ওজন প্রায় আড়াই কেজি। এ বিষয়ে টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান জানান , খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখান থেকে ময়ূরটিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)-র কাছে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , ময়ূরটি উদ্ধারের পর হস্তান্তরের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।
তারা এসে এটিকে নিয়ে যাবেন।