লালমনিরহাটে শীত উপেক্ষা করে নারী ভোটারের দীর্ঘলাইন

লালমনিরহাট প্রতিনিধি: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকেই এসব ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। সকালেই দীর্ঘলাইনে দাড়াতে দেখা গেছে।

উপজেলার জোংড়া ইউনিয়নের ২নং জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুচলী বাড়ি ইউনিয়নের ললিতারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। ভোটকেন্দ্রে আসা শেফালী বেগম বলেন, বাড়িতে অনেক কাজ ফেলে রেখেছি তাই আগেই ভাগেই ভোট দিয়ে বাড়ি যাবো।

ভোট কেন্দ্রে আসার আরোতি রানী বলেন, ভিড়ের কারণে ভোট দিতে পারছি না অনেক দেরি হচ্ছে বাড়িতে অনেক কাজ ফেলে রেখেছি।

ভোট কেন্দ্রে আসার নাসিমা বেগম বলেন, এবারের মতো ভোট কোন বারও দেই নাই। ভোট সুন্দরভাবে দিয়ে আসছি।

পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু সায়েম বলেন, পাটগ্রাম উপজেলার ৭ ইউপিতে পঞ্চম ধাপের ভোটগ্রহণ চলছে। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৪৬৮জন, চেয়ারম্যান পদে ৩৯জন, মহিলা ও সাধারণ সদস্য ৩১৩ জন মোট প্রার্থী ৩৫২ জন।

ভোটগ্রহণের জন্য নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে পুরো পাটগ্রামের ৭টি ইউনিয়ন। পুলিশ বিজিবির পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।