লালমোহনে সম্পত্তি নিয়ে মামা-ভাগিনার টেটাযুদ্ধে নিহত-১, আহত-২

লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে সুপারি পারাকে কেন্দ্র করে মামা-ভাগিনাদের টেটাযুদ্ধে ভাগিনা অষ্টম শ্রেণীর মাদ্রাসার ছাত্র হাসনাইন (১৪) নিহত হয়েছে। শনিবার রাত ১২ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যায় হাসনাইন। এর আগে বিকেল ৫টায় লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজার এলাকায় টেটার কোপে গুরুতর আহত বাবা- মোস্তফা পাটোয়ারী, ছেলে জাবেদ ও হাসনাইনকে বরিশাল নেওয়া হয়। সেখানে রাতে হাসনাইনের মৃত্যু হয়। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের হাফিজউদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে রমাগঞ্জ ইউনিয়নের ৭ং ওয়ার্ড আজাহার রোড সংলগ্ন কয়ছর হাজী বাড়ির মোস্তফা পাটোয়ারী সাথে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তারই শ্যালক নোয়াব হাওলাদার, মানিক, সেলিম, পিন্টু হাওলাদারসহ কয়েকজন টেটা নিয়ে হামলা চালায়। এসময় মোস্তফা পাটোয়ারী, তার ছেলে জাবেদ (২০) ও হাসনাইন (১৫) টেটাবিদ্ধ হলে তাদের লালমোহন হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২ টায় হাসনাই মারা যায়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান, রাতে খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে। অপরদিকে পুলিশ রাতেই অভিযান চালিয়ে পিন্টু, সেলিম, সেলিমের স্ত্রী ও ছেলেকে রাতেই আটক করে থানায় নিয়ে যায়।