লাল গ্রহ নিয়ে মাতামাতি চলছে সেই কবে থেকে

লাল গ্রহ নিয়ে মাতামাতি চলছে সেই কবে থেকে। সেখানে কোনওরকম প্রাণ রয়েছে কিনা, তারা কেমন— প্রশ্নের শেষ নেই পৃথিবীবাসীর। ২৪ ঘণ্টা তার উপরে নজরদারী করার জন্য, গ্রহের মাটিতে ঘুরে বেড়াচ্ছে ‘কিউরিওসিটি’। গ্রহের চারপাশে পাক খাচ্ছে ‘মার্‌স রিকনাইসেন্স অরবিটার’। যেন সামান্যতম তথ্যও মর্তবাসীর নজরের বাইরে না যায়।

এবার সেই সুদূরের গ্রহ থেকেই দেখা গেছে আমাদের গ্রহকে। লাল গ্রহে জল আছে কিনা দেখার জন্যই পাঠান হয়েছে মার্‌স রিকনাইসেন্স অরবিটার-কে। এবং তারই ক্যামেরায় দুটি অভাবণীয় ছবি ধরা পড়েছে। দুটি ছবিকে জুড়ে, নাসা যে ছবি জনসমক্ষে এনেছে, তা একেবারে কল্পনাতীত। একই ফ্রেমে পৃথিবী ও চন্দ্র— খানিক ঘষা ছবিটি। কারণ ১২৭ মিলিয়ন মাইল দূর থেকে তোলা সেই ছবি।

ছবিতে, পৃথিবীর মাঝামাঝি জায়গায় একটি লালচে অংশ দেখা গেছে। নাসা-র মতে, এই অংশটি অস্ট্রেলিয়া।