লিসবনের পাশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের রাজধানী লিসবনের পাশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

সুইজারল্যান্ডে নিবন্ধিত ছোট এই বিমান লিসবনের পশ্চিমে টাইরেসে লিডল সুপারমার্কেটের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানটি মার্সেইলির উদ্দেশে যাচ্ছিল।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

পর্তুগিজ গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে বিমানটির পাইলট, তিন যাত্রী এবং একজন লরি চালক। বিমানটি নিচে আছড়ে পড়ার সময় লরির সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয় একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয়। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তাইরেস শহরটি লিসবন থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে।

লিসবন ও কাসকাইস অবকাশকেন্দ্রের মধ্যবর্তী আবাসিক এলাকায় একটি পার্কিংয়ে বিমানটি বিধ্বস্ত হয়।