লি পেনের প্রচারাভিযানে কর্মীদের যে সব পোলো-শার্ট বাংলাদেশের তৈরি

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মেরি লি পেনের প্রচারাভিযানে কর্মীদের যে সব পোলো-শার্ট দেওয়া হয়েছে সেগুলো বাংলাদেশের তৈরি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন লি পেন। ইতিমধ্যে রাজধানী প্যারিসসহ আশেপাশের শহরগুলোতে তার দ্বিতীয় দফার প্রচারাভিযান শেষের পথে। প্রচারাভিযান উপলক্ষে দলের কর্মী-সমর্থকদের স্মারক হিসেবে দেওয়া হচ্ছে পোলো-শার্ট। স্থানীয় দোকানগুলোতেও বিক্রি হচ্ছে এসব পোলো-শার্ট।

ইনডিপেনডেন্ট জানিয়েছে, প্যারিসের দক্ষিণের উপশহর ভিল্লেপিন্তেতে চলতি সপ্তাহে লি পেনের বৈঠক হওয়ার কথা। এ উপলক্ষে সেখানে বিক্রি হচ্ছে তার দলের স্মারক হিসেবে পোলো-শার্ট। স্থানীয় একটি দোকানের ডিসপ্লে পুতুলের গায়ে পরানো টি-শার্টের লেবেলে দেখা গেছে , এতে লেখা রয়েছে ‘মেড ইন বাংলাদেশ।’

ওই দোকানের মালিক জানিয়েছেন, টি-শার্টগুলো বাংলাদেশের তৈরি। তবে এগুলোতে যে এম্ব্রয়ডারির কাজ রয়েছে সেগুলো ফ্রান্সে করা হয়েছে।