লুইজ এখন চেলসিতে

ক্রীড়া ডেস্ক : ২০১৪ সালে চেলসি ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছিলেন ডেভিড লুইজ। কিন্তু ২ বছর পরই ফের স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে ফিরলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

চেলসি তাদের ওয়েবসাইটে বুধবার রাতে নিশ্চিত করেছে, লুইজের সঙ্গে তাদের তিন বছরের চুক্তি হয়েছে।

ব্রাজিলিয়ান তারকার জন্য চেলসিকে খরচ করতে হচ্ছে ৪৫ মিলিয়ন ইউরো।

চেলসিতে ফেরার প্রতিক্রিয়ায় লুইজ বলেছেন, ‘চেলসিতে ফিরে আনন্দিত আমি। ক্লাবটিতে আমার প্রথম সময়ে আমাদের দারুণ গল্প ছিল। দল আর অ্যান্তোনিও কোন্তেকে অনেক সাফল্য অর্জন করতে সাহায্য করতে চাই।’

২৯ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকা আরো বলেন, ‘ভক্তদের সঙ্গে সব সময়ই আমার চমৎকার সম্পর্ক ছিল। স্ট্যামফোর্ড ব্রিজে আবার ব্লু জার্সি পরার জন্য মুখিয়ে আছি আমি।’

২০১০-১১ থেকে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত চেলসির হয়ে ১৪৩ ম্যাচ খেলেন লুইজ। ২০১৪ সালের জুনে পিএসজিতে যোগ দেওয়ার পর ফরাসি ক্লাবটির হয়ে খেলছেন ৮৯ ম্যাচ।