লেবাননের বৈরুতে হিজবুল্লাহ-হামাসের বৈঠক

হিজবুল্লাহ-হামাসের বৈঠক

লেবাননের বৈরুতে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসারাল্লাহর সঙ্গে বৈঠক করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং তার সহকারী সালে আল আরৌরি। হিজবুল্লাহ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় লেবানন, ফিলিস্তিনের সবশেষ রাজনীতি এবং সামরিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন তারা।

দল দু’টির নেতা ফিলিস্তিনিদের ভয়াবহ দুর্ভোগ নিরসন, মার্কিন ডিল অব সেঞ্চুরি এবং আমিরাত-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকের চুক্তি নিয়েও আলেচনা করেন। বলা হয়, বিবৃতিতে।

জানুয়ারিতে তথাকথিত ডিল অব সেঞ্চুরি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণায় অখণ্ডকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী এবং পশ্চিমতীরে ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার স্বীকৃতি দেয়া হয়।

পরিকল্পনায় সেতু ও টানেলের মাধ্যমে সংযুক্ত একটি দ্বীপপুঞ্জের আকারে একটি বাল্কানাইজড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায় ওয়াশিংটন।

সব ধরনের চাপ এবং হুমকি মোকাবিলায় হামাসকে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে হিজবুল্লাহ। হামাস-হিজবুল্লাহর মধ্যে শক্তিশালী সম্পর্ক বিদ্যমান বলেও উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমিরাত-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকের চুক্তির বিপরীতে করণীয় নির্ধারণে আলোচনার জন্য লেবানন সফর করছেন হানিয়া। লেবাননে ১ লাখ ৭৪ হাজার ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন।