লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর ৮০ সদস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৯ (ইউনিফিল) -এ যোগ দিতে চট্টগ্রাম থেকে বাংলাদেশ নৌবাহনীর ৮০ সদস্যের দ্বিতীয় গ্রুপ চট্টগ্রাম ত্যাগ করেছে। নৌবাহিনীর সদস্যদের নিয়ে সোমবার (১৬ জুলাই) মধ্যরাতে জাতিসংঘের একটি বিশেষ বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা মোতায়েনকৃত নৌবাহিনীর জাহাজ ’বিজয়’ এ যোগদান করবেন বলে মঙ্গলবার নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আবদুস সামাদ নৌসদস্যদের বিদায় জানান। এ সময় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাই ৩০ নৌসদস্যের প্রথম গ্রুপটি লেবাননে গমন করে শান্তিরক্ষায় দায়িত্ব পালন শুরু করেছে।