শওকত আলীর মৃত্যুতে গভীর শোক অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক : বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার এক শোকবার্তায় অর্থমন্ত্রী এ সমবেদনা জানান।

শোকবার্তায় আবুল মাল আবদুল মুহিত বলেন, শওকত আলীর মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান সাহিত্যিককে হারাল। তার মৃত্যুতে সাহিত্যঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়।

অর্থমন্ত্রী শওকত আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, কথাসাহিত্যিক শওকত আলী বৃহস্পতিবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ, কিডনি জটিলতা ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।