শক্তিশালী একটি পাসওয়ার্ড মনে রাখা অনেকের জন্যই দুঃসাধ্য

শক্তিশালী একটি পাসওয়ার্ড মনে রাখা অনেকের জন্যই দুঃসাধ্য। আবার দুর্বল পাসওয়ার্ড দিলে তা হ্যাক হয়ে যাবার ভয় থাকে। অনেকগুলো সাইট ব্যবহার করলে যদি কেউ একই পাসওয়ার্ড ব্যবহার করে তাহলে হ্যাক হয়ে যাবার ভয় আরো বেশি থাকে। আপনার জানা আছে কি, গত বছর প্রতি চারজনে একজন আইডেন্টিটি হ্যাকিং এর শিকার হয়েছে? ই-মেইল একাউন্ট কিংবা ফেসবুক কোন কিছুতেই মানুষ এখন আর নিরাপদ থাকতে পারছে না। তাহলে এর থেকে রক্ষা পাবার উপায় কি?

ভাবুন তো এমন একটি গ্যাজেট আপনাকে দেয়া হল যেটি আপনার সকল পাসওয়ার্ড রক্ষা করবে? এমনকি টাইপ করারও কোন প্রয়োজন হবে না। তাহলে কেমন হবে? এবার ঠিক এমনই একটি গ্যাজেট বাজারে এসেছে।

এই গ্যাজেটের নাম “এভরি কি” অর্থাৎ, সকল কিছুর চাবি। এতোদিন এই গ্যাজেটটি সামরিক নানা ধরনের ডকুমেন্ট সুরক্ষায় ব্যবহার করা হত। এখন এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারজাত করা হচ্ছে। এর বিশেষ ফিচারগুলো হচ্ছেঃ

১) এটি ব্লু টুথের মাধ্যমে আপনার পাসওয়ার্ড এনক্রিপ্ট করবে।

২) যখন আপনি কোন আপনার ব্যবহৃত কোন সাইটে ঢোকার চেষ্টা করবেন, তখন এটি আপনাকে স্বয়ংক্রিয় ভাবে লগ ইন করতে সাহায্য করবে।