শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাত বার্ষিকী পালন

টঙ্গী প্রতিনিধি: শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে তার নিজ বাসভবনে এ অনুষ্ঠান পালন করা হয়। এসময় শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতা কর্মীসহ বিভিন্ন স্থারের জনগন। স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. আখতারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মো. মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. রজব আলী প্রমুখ।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর জেলা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি ২০০৪ সালে ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মে দিন দুপুরে সন্ত্রসীদের গুলিতে নিহত হন।