শান্তিপূর্ণভাবে প্রতিবাদের আহ্বান কার্লোস

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিপূর্ণভাবে স্পেনের সরাসরি শাসন জারির ঘোষণার প্রতিবাদ জানাতে কাতালোনিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির বরখাস্তকৃত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন।

রোববার স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভি৩-এ আগে থেকে ধারণ করা পুজদেমনের এই বক্তব্য প্রচার করা হয়েছে।

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘আমরা আমাদের স্বাধীন দেশ গড়ার কাজ অব্যাহত রাখব।’

সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ কাতালোনিয়ার ওপর প্রয়োগের যে ঘোষণা মাদ্রিদ দিয়েছে তার প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে পুজদেমন বলেন, ‘এটা খুবই পরিষ্কার যে এ পর্যন্ত যে অর্জন আমরা করেছি তা রক্ষার জন্য ১৫৫ অনুচ্ছেদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ।’

পুজদেমন যখন বক্তব্য রাখছিলেন তখন তার পেছনে ছিল কাতালোনিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা। সেখানে স্পেনের কোনো পতাকা প্রদশর্ণ করা হয়নি।

শুক্রবার কাতালোনিয়ার পার্লামেন্টে ৭০-১০ ভোটে স্বাধীনতার ঘোষণা পাস হয়। এরপর ঘন্টা না যেতেই স্পেনের সিনেট কাতালোনিয়াকে কেন্দ্রের শাসনে আনতে মন্ত্রিসভার প্রস্তাবে অনুমোদন দেয়।

পরে প্রধানমন্ত্রী রাজয় কাতালোনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে ২১ ডিসেম্বর সেখানে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এসময় কাতালান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন ও তার মন্ত্রিসভাকে বরখাস্ত করেন তিনি। এছাড়া কাতালান পুলিশ প্রধান হোসেপ লুইস ট্রাপেরো আলভারেজকেও বরখাস্ত করা হয়।