শাবি’তে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

সিলেট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচ ছাত্রলীগকর্মী আহত হয়েছে।

 

রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী ও ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাসের অনুসারী ছাত্রলীগ নেতা রনি গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

শাবি ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার রাতে শাবিতে একটি ফুটবল টুর্নামেন্টের কমিটি গঠন নিয়ে বিবাদের জেরে ইমরান গ্রুপের কর্মীরা রনি গ্রুপের কর্মী তাসরিফ ও শাহ সুলতানকে মারধর করে। তার জেরে আজ দুপুরে রনি গ্রুপের কর্মীরা ইমরান গ্রুপের কর্মী কামরুলকে মারধর করে।

 

এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফাইজ ও শাখাওয়াতসহ পাঁচজন আহত হয়েছেন।

 

সিলেট নগরীর জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, আহতদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে মন্তব্য করে ওই পুলিশ কর্মকর্তা জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।