শাবিপ্রবির এক শিক্ষার্থীর আত্মহত্যা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনহাজুল আবেদীন নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।

তিনি বলেন, বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে আমাদের বিভাগের মিনহাজুল আবেদীন আত্মহত্যা করেছে। সে বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার মা বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফোন দিয়ে আমাদের বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি। আমরা শুনেছি সে আগেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল।

প্রসঙ্গত, মিনহাজুল আবেদীন যশোরের মনিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। মিনহাজুল বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন রোবোআড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।