শাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুগ্রুপে কয়েক দফা সংঘর্ষের পর শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত কয়েক দিন দিন শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া চলে আসছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিল প্রশাসন।

আগামী রোববার থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তার আগেই হল ছাড়ার এ নির্দেশ দেওয়া হলো।

শাবির ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক শাহেদুল হোসাইন জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগে পূর্বনির্ধারিত পরীক্ষা থাকলে তা হবে না।