শাহজালালে ৫০ হাজার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৫০ হাজার ২০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

বুধবার সকালে বিমানবন্দরে অভিযান চালিয়ে কাতার থেকে আগত যাত্রী মো. লিয়াকত আলীর নিয়ে আসা ওই সিগারেট জব্দ করা হয়।

২৫১ কার্টনে সিগারেটগুলোর মধ্যে বেনসন অ্যান্ড হেজেস, ইজি লাইট ও ইজি স্পেশাল গোল্ড ব্রান্ডের সিগারেট রয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, মো. লিয়াকত আলী কাতার এয়ারলাইন্সের QR 634 এর মাধ্যমে ভোর সাড়ে ৫টায় ঢাকায় আসেন। শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে যাত্রী কাস্টমস হলের ৩ নম্বর বেল্টের কাছে সিগারেটগুলো ফেলে রেখে যান। পরে পরিত্যক্ত অবস্থায় সিগারেটগুলো আটক হয়। তবে লাগেজের ট্যাগে মো. লিয়াকত আলী নাম লেখা ছিল। তাকে শনাক্তের চেষ্টা চলছে।

আমদানি নীতি আদেশ অনুযায়ী বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ ব্যতিত বিদেশি সিগারেট আনা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পণ্যের শুল্ক করসহ আটক সিগারেট মূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।