শাহজালাল বিমানন্দরে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে চালকসহ তিনজন আহত

এস. এম. মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরের ফায়ার সার্ভিস স্টেশনের একটি গাড়ি উল্টে চালকসহ তিন জন আহত হয়েছেন। তবে, এদুর্ঘটনার পর বিমান চলাচল স্বাভাবিক ছিল। আহতদেরকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা ৭ মিনিটের দিকে নিয়মিত মহড়া দেওয়ার সময় এ দুঘটনা ঘটে।
সিভিল এভিয়েশন অথোরিটির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো: রেজাউল করিম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিআরও মো: রেজাউল করিম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শনিবার সকাল ১০টা ৭ মিনিটের সময় ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ফায়ার সার্ভিসের নিয়মিত একটি মহড়া চলছিল। এ সময় যান্ত্রিকত্রæটির কারনে ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে একটি গাড়ি উল্টে যায়। এতে দমকল বাহিনীর চালকসহ তিন জন আহত হন। আহতদেরকে প্রাথমিক জিঞ্জাসা দেওয়া য়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুচে যান বাংলাদেশ বিমানবাহিনী, র‌্যাব ফোর্সেস ও বাংলাদেশ এয়ারলাইন্স এর উর্ধ্বতন কর্মকর্তারা। পরে দুর্ঘটনা কবলিত দমকল বাহিনীর গাড়িটি তারা যৌথভাবে উদ্বার করে। তবে, বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি এবং তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন অথোরিটির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো: রেজাউল করিম ।