শাহজালাল বিমানবন্দরে ল্যাব শতভাগ প্রস্তুত

যাত্রীদের করোনা পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো ল্যাব। সিভিল এভিয়েশন এখন এয়ারলাইন্সগুলোর সঙ্গে কথা বলে ফ্লাইট শিডিউল ঠিক করলেই যেতে পারবেন দুবাই যাত্রীরা।

এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

শনিবার (২৫ সেপ্টেম্বর, ২০২১) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল টিম কর্তৃক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ভেতরে বসানো ল্যাবগুলো পরীক্ষা করার পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নাসিমা সুলতানা জানান, সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। তবে শনিবার রাতে বিমানবন্দরে অবস্থানরত কর্মকর্তা কর্মচারী ১০০ জনের পরীক্ষামূলক করোনার নমুনা পরীক্ষা করা হবে। এসবের চূড়ান্ত কার্যক্রম শেষে আজকেই সিভিল এভিয়েশনকে জানানো হবে।

সিভিল এভিয়েশন এয়ারলাইন্সগুলোর সাথে কথা বলে ফ্লাইট শিডিউল ঠিক করলে যাত্রীরা পরীক্ষা সাপেক্ষে যাবেন।
৪৮ ঘণ্টা আগে একবার করোনা নেগেটিভ রেজাল্ট সাপেক্ষে যাত্রীরা দ্বিতীয়বারের মতো বিমানবন্দরে করোনা পরীক্ষা করাবেন। আরটিপিসিআর ও র‌্যাপিড পিসিআর দুই সুবিধায় পাবেন যাত্রীরা। যারা ৬ ঘণ্টা হাতে সময় নিয়ে আসবেন তারা আরটিপিসিআর ও যারা কম সময় নিয়ে আসবেন তারা পয়েন্ট অব কেয়ারে ১৫-২০ মিনিটে রিপোর্ট নিতে পারবেন। এছাড়া পরীক্ষার ফি ২০০০ টাকার নিচে সব প্রতিষ্ঠান একই মূল্যে পরীক্ষা করবে।

১০টি বুথের মাধ্যমে ১২টি আরটিপিসিআর ল্যাবে প্রতি তিন ঘণ্টায় ১ হাজার ৪৫২ জন পরীক্ষা করতে পারবেন।

এক্ষেত্রে বিমানবন্দরে রেজিস্ট্রেশন করতে পূর্বের নেগেটিভ রেজাল্ট ফরম স্ক্যান করলেই অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। পরীক্ষা শেষ হলে নমুনা দেওয়ার স্থানেই মিলবে রিপোর্ট।