শাহজালাল বিমানবন্দর থেকে ৮৮৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৮৮৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

ওই কার্টনগুলোতে ১ লাখ ৭৭ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট রয়েছে। জব্দকৃত সিগারেট  ইউকের বেনসন অ্যান্ড হেজেজ, কোরিয়ার ইজি ও আমেরিকার ৩০৩ ব্র্যান্ডের।

বুধবার বিমানবন্দরে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্ট নম্বর ৫ থেকে ৮ নম্বর বেল্টে অভিযান চালায়।  অভিযান চলাকালে অজ্ঞাত যাত্রীরা ৫ নম্বর  ব্যাগেজ বেল্টে  কয়েকটি ট্রলিতে সিগারেটর কার্টনগুলো রেখে চলে যায়।

সূত্র আরো জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।  আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।