শাহবাগে চলছে বিজয় দিবস উৎসব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে শুরু হয়েছে দিনব্যাপী বিজয় উৎসব।

শুক্রবার সাড়ে ৯টায় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল বারকাত অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ছিলেন কমিটির সদস্য সচিব ডা. ইমরান এইচ সরকার, মানবাধিকার কর্মী খুশী কবির, ভাস্কর রাসা প্রমুখ।

উদ্বোধনের পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে বলে জানিয়েছেন ডা. ইমরান এইচ সরকার।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের বিরতি। দুপুর ২টায় বিজয়মঞ্চে ব্যান্ডদলের পরিবেশনা ‘কনসার্ট ফর ফ্রিডম’। বিকেল সাড়ে ৩টায় বিজয় দিবস স্মরণিকা ‘আমার মুক্তিযুদ্ধ’-এর মোড়ক উন্মোচন। বিকেল পৌনে ৪টায় সোহাগপুরের বিধবাপল্লীর বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। বিকেল ৪টা ৩১ মিনিটে বিশ্বব্যাপী লাখ-কোটি কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন। বিকেল ৪টা ৪০ মিনিটে আগামীর বাংলাদেশের শপথ। সন্ধ্যায় বর্ণিল আলোকোৎসব ‘বিজয় আতশ সজ্জা’। এরপর রাত ৮টা পর্যন্ত ‘কনসার্ট ফর ফ্রিডম’।