শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের গণ-অনশন

দেশের বিভিন্ন পূজামণ্ডপে হামলার প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে রাজধানীসহ সারা দেশে অবস্থান ও গণ-অনশন কর্মসূচি হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘর চত্বরে অবস্থান নেন। দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা সারা দেশে সাম্প্রদায়িক হামলার জন্য দুঃখ ও নিন্দা প্রকাশ করেন। এ ধরনের সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি। ধর্মীয় সম্প্রীতি পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখারও আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ মতুয়া মহাসংঘ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজসংস্কার সমিতি, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ, বাংলাদেশ হিন্দু লীগ, মাইনরিটি রাইটস ফোরামের নেতাকর্মীরা।