শাহ আমানত বিমানবন্দর দুপুর ২টা পর্যন্ত বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ১০ নম্বর মহা বিপদসংকেতের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার রাত ১১টার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ ঘোষণা করে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বিমানবন্দর বন্ধ ঘোষণার সত্যতা নিশ্চিত করে  বলেন, সোমবার রাত ১১টা পর্যন্ত বিমানবন্দরে স্বাভাবিকভাবে সব বিমান ওঠা-নামা করেছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এবং ১০ নম্বর মহা বিপদসংকেতের কারণে সোমবার রাত ১১টার পর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দরে আর কোনো বিমান ওঠা-নামা করবে না। মঙ্গলবার দুপুর ২টার পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকার বিষয়টি সব এয়ারলাইনসকে দাপ্তরিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল হক জানান।

চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট এবং চারটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রাম বন্দরে উড্ডয়ন অবতরণ বাতিল হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।