শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন-সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও সভা অনুষ্ঠানের কর্সমূচি স্থগিত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতীকী মানববন্ধন পালন ও ২০ অক্টোবর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় সুধীজনের সমন্বয়ে সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ওই প্রতীকী মানববন্ধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠানের পরবর্তী তারিখ ও সময় অবিলম্বে জানানো হবে।

গত ৮ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই কর্মসূচি ঘোষণা করেন।