শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হতাশ শিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক: আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় কিছুটা হতাশ শিক্ষার্থীরা। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সন্তানদের সুরক্ষার কথা ভেবে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।

করোনার প্রথম দিকের ঢেউয়ে টানা দেড় বছর বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ধীরে ধীরে মুখরিত হচ্ছিল ক্যাম্পাসগুলো। চলছিল সশরীরে ক্লাস ও পরীক্ষাও।

তবে ফের করোনার সংক্রমণ বাড়ায় হুমকির মুখে দেশের স্বাস্থ্যব্যবস্থা। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এতে হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, এমন সিদ্ধান্তের কারণে আবারও সেশনজট ও বেকারত্বের কবলে পড়বেন তারা। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্তীরা ক্ষতিগ্রস্ত হবে। তাই কর্তৃপক্ষ যেন আমাদের শিক্ষা কার্যক্রম ব্যহত না করে। অনলাইনের মাধ্যমে যেন কার্যক্রম চালু রাখে। সব পরীক্ষা এবং শিক্ষা কার্যক্রম যেন অব্যাহত থাকে।

তবে অভিভাবকরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, সন্তানদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। এখন তা অনেকটা দূর হবে। কারণ বাচ্চারাই তো আমাদের জীবন। তাই করোনার সময়ে বাচ্চারা বাসায় থাকুক, সেটাই চাই।

শিক্ষকরা বলছেন, প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, যথাসম্ভব অনলাইনের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা চালু রাখার চেষ্টা করা হবে।

শিক্ষার্থীদের সবাইকে করোনার টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের