শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে থাকতে আহমদ শফির আহ্বান

জেলা প্রতিবেদকঃ শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামীর আমীর মাওলানা আহমদ শফি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত আটটায় হবিগঞ্জ জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আল্লামা শফি বলেন, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন খারাপ দিকে আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা। তাই তাদেরকে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা গ্রহণ করা উচিত। ছাত্রছাত্রীকে শালীনতা বজায় রেখে কাপড়-চোপড় পরতে হবে।

এছাড়া কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

শায়েখ আল্লামা আব্দুল মুমিনের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুল হকের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা এমদাদুল হক, আশরাফ আলী হরষপুরী, মাওলানা আব্দুল খালিক চলিততালী, মাওলানা আব্দুস সহিদ গুলমুকাপনী প্রমুখ। সম্মেলনে ১০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন।