শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক : পাঠ্যপুস্তকে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল লেখকদের রচনা বাদ দেওয়ার প্রতিবাদে প্রগতিশীল সংগঠনদের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের পশ্চিম পাশে ৫ নম্বর গেটে প্রগতিশীল সংগঠনসমূহের ব্যানারে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে চাইলে পুলিশ তাতে ব্যারিকেড দেয়।

এ সময় ব্যারিকেড ভেঙে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। পরে তাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে।

প্রতিনিধিদলে ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে জীবন আনন্দ জয়ন্ত এবং যুব ইউনিয়ন ও খেলাঘর আন্দোলনের দুজন প্রতিনিধি।