শিগগিরই কোম্পানি আইন সংশোধন করে ব্যবসাবান্ধব করা হবেঃ বাণিজ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : শিগগিরই কোম্পানি আইন সংশোধন করে ব্যবসাবান্ধব করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইজি অব ডুয়িং বিজনেস অ্যান্ড ট্রেড ফ্যাসিলিটেশন বিষয়ে পর্যালোচনা ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধন’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। খুব শিগগিরই কোম্পানি আইন সংশোধন করা হবে। এটি হবে ব্যবসাবান্ধব।’

তিনি আরো বলেন, ‘সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক জটিলতায় ব্যবসার পরিবেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ কোনো জায়গায় যেন ব্যবসায়ীরা হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসার পরিবেশ ভালো করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হবে। এই টাস্কফোর্সে সব ট্রেড বডির প্রতিনিধিরা থাকবেন, যাতে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। দেশের ব্যবসার পরিবেশ সুন্দর রাখতে হবে, যাতে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। ২০২১ সালের মধ্যে ব্যবসার পরিবেশ সূচকে বাংলাদেশের অবস্থান ১০০ এর নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে তিনটি বিষয়কে খুব গুরুত্ব দিতে হবে- সময় কমানো, বিভিন্ন স্টেজ কমানো, কস্ট অব প্রডাকশন কমানো। এই তিনটি বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে।’

২০১৯ সালে নির্ধারিত সময়ের ৯০ দিনের মধ্যেই পরবর্তী জাতীয় নির্বাচন হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঠিক সময়ে জাতীয় নির্বাচন হবে। আশা করছি, ওই নির্বাচনে সব দল অংশ নেবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশীয় শিল্পকে সুরক্ষা দিয়ে বাংলাদেশ উদার বিনিয়োগ নীতি গ্রহণ করেছে। সরকার এবং ব্যবসায়ী একে অপরের পরিপূরক। সকলকে পজেটিভ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। শুল্ক আদায়ের ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। ব্যবসায়ীদের ঝামেলামুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন- মধ্য আয়ের দেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়া। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। বাংলাদেশ ইতিমধ্যে মধ্য আয়ের দেশে প্রবেশ করেছে, নির্ধারিত ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের অন্যতম দেশ। এজন্য ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশকে সক্ষমতা অর্জন করতে হবে। উন্নত অর্থনীতির জন্য প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ। বিনিয়োগের জন্য প্রয়োজন বিনিয়োগবান্ধব নীতি ও পরিবেশ। দেশে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসগুলোতে দ্রুত সেবা প্রদানের জন্য অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। এর সুফল এখন ব্যবসায়ীরা ভোগ করছেন। গত অর্থবছর আমাদের রপ্তানি আয় ছিল ৩৪ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৭৭ ভাগ। এ বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। গত এক দশক ধরে আমাদের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫ ভাগ। বিগত বছর তা হয়েছে ৭ দশমিক ১১ ভাগ, এ বছর হবে ৭ দশমিক ২ ভাগ। বিশ্লেষকদের মতে, বিশ্বের মধ্যে বাংলাদেশে অর্থনীতি হলো ৩১তম। ২০৩০ সালে হবে ২৮তম এবং ২০৫০ সালে হবে ২৩তম। সরকার ঘোষিত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এসডিজির সফল বাস্তবায়ন করবে। দেশের রপ্তানি পণ্য সংখ্যা এবং রপ্তানি বাজার বৃদ্ধি পাবে।’

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব ইউনুসুর রহমান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিসিআইসি চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ, ঢাকা চেম্বারের চেয়ারম্যান আবুল কাশেম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত ‘ডুয়িং বিজনেস ২০১৭’ প্রতিবেদনে সহজে ব্যবসা করা যায়, এমন ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭৬, আগের বছর এ অবস্থান ছিল ১৭৮।