শিবগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি বালি বিক্রয়ের অভিযোগ

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি বালি বিক্রয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি ভাগুয়ার ঘাট এলাকায় সম্প্রতি সরকারিভাবে পাগলা নদী খননের অতিরিক্ত বালি টেন্ডার ছাড়াই বিক্রি করছে কিছু অসাধু মাটি বালু ব্যবসায়ীরা বেশ কিছুদিন থেকে তারা শত শত ট্রাক বালু কেটে নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করছে বলে জানায় স্থানীয়রা সরেজমিনে দেখা যায়, ট্রাকে বালি ভর্তি করছে শ্রমিকেরা। ট্রাকের ড্রাইভার সোহেল রানা বলেন, আজমতপুর ঈদগাহ মসজিদের কাজে বালি নিয়ে যাচ্ছি

তবে ট্রাকের ভাড়া কোন ব্যক্তি দেন এমন প্রশ্নের উত্তরে বিভিন্ন টালবাহানা শুরু করেন ড্রাইভার সোহেল রানা এসময় আজমতপুর ঈদগাহ মসজিদ কমিটির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি আসলে ট্রাক মালিক নন বলে জানিয়ে প্রকৃত ট্রাক মালিক সাহেব আলীর উপরে চাপান সব দায়িত্ব তবে ট্রাক মালিক সাহেব আলীর কাছে জানতে চাইলে তিনিও বলেন, জমির মালিকদের নিকট থেকে বালি কিনে আমি ঈদগাহ মসজিদ সহ বাইরে বিক্রি করছি তবে জমির মালিক বা তার কাছে বিক্রয়কারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, টেন্ডার ছাড়াই এসব সরকারি বালি অবৈধভাবে নিয়ে যাওয়ার মূলে রয়েছে স্থানীয় সেলিম রেজা নামীয় এক লোক

তবে টেন্ডার ছাড়াই কিভাবে সরকারি সম্পদ এভাবে বাইরে নিয়ে বিক্রি করা যায় এমন প্রশ্নের জবাবে মাটি ব্যবসায়ী মাসুদ রানা বাবু বলেন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো: সোহেল রানার অনুমতিক্রমেই এমন অবৈধভাবে সরকারি বালি বিক্রি করছে একটি মহল এসময় তিনি আরো বলেন, এভাবে অবৈধ বালি চলতে থাকলে সরকার অনেক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে সম্পর্কে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো: সোহেল রানা বিষয়টি অস্বীকার করে বলেন, যেহেতু এলাকার বালি এখনো টেন্ডার হয়নি সেহেতু তা বিক্রি করা সম্পূর্ণ অবৈধ কে বা কারা সেখান থেকে বালি নিয়ে ব্যবসা করছে আমি জানি না এমনকি কাওকে চিনিও না তবে আমার বিষয়ে কোন ব্যক্তি কিছু বলে থাকলে তা মিথ্যা বলেছে