শিবগঞ্জে প্রতিবেশীকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবেশীকে একাধিক মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একটি বসবাস উপযোগী জমি কিনে নেয়াকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ প্রাণনাশের ভয়ভীতি হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এনিয়ে সোমবার (১৩ ফেব্রুয়ারী) ভুক্তভোগী পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদরের একটি অফিসে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. খাইরুল ইসলাম 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্ত্রী, এক ভাবী চার ভাতিজা মিলে দক্ষিণ উমরপুর  ২০২১ সালের ১৫ নভেম্বর ১৪ লাখ টাকায় জমিটি কিনে নেয়ার পর থেকেই প্রতিবেশী কবির হোসেনের স্ত্রী মোসা. রেখা বেগম আমাদেরকে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তিনি আরও বলেন, বর্তমানে আমার স্ত্রী মুর্শিদা, ভাবী হাসিনা, ভাতিজা আব্দুল বাসির, মাসুদ রানা, ইব্রাহিম আলী শাহজাহান এই ছয়জন ১১ শতক জমির প্রকৃত মালিক পরে একাধিক মামলা দিয়ে হয়রানি করেই চলেছে খাইরুল ইসলাম অভিযোগ করে আরও বলেন, গত বছরের শেষের দিকে রেখাকে মারধরের একটি মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার করা হয় আমি জমির মালিক আমার ভাতিজা আব্দুল বাসির কারাগারে থাকা অবস্থায় সেখানকার জমিতে থাকা সবগুলো গাছপালা কেটে ফেলেছে রেখা তার পরিবারের লোকজন এসময় ১০১৫ বান্ডিল টিন ভাংচুর করে ১০০টি ক্যারেট নিয়ে গেছে এনিয়ে থানায় অভিযোগ দিলেও কোন সুরাহা পায়নি আমরা মিথ্যা মামলার হয়রানি থেকে অব্যাহতি চাই 

শিবগঞ্জ থানার অফিসারইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এছাড়াও খাইরুল ইসলাম গত ০৯ ফেব্রুয়ারী থানায় একটি জিডি করেছেন এনিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে