শিমুলিয়া-কাওড়াকান্দিতে পারের অপেক্ষায় শত শত যানবাহন

মাদারীপুর প্রতিনিধি : শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নাব্য সংকট প্রকট আকার ধারন করেছে।

রোববার মধ্যরাতে দুটি ফেরি ডুবোচরে আটকে পড়ায় এ রুটে রো রো ও ডাম্ব ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সেগুলো উদ্ধার করা হলেও নৌযান খুব ধীর গতিতে চলাচল করছে। সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পাশে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা গেছে, শিমুলিয়ায় দ্রুত পানি কমে যাওয়ায় তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে লৌহজং টার্নিং ও পদ্মা সেতুর চায়না ড্রেজিং পয়েন্ট এ পরিস্থিতি আরো ভয়াবহ। এর মাঝে পদ্মা সেতুর চায়না ড্রেজিং পয়েন্টে রোববার রাতে সেতুর ঠিকাদার প্রতিষ্ঠান ড্রেজার স্থাপন করেছে।

প্রতিটি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে চলতেও হিমশিম খাচ্ছে। মাঝ নদী বরাবর অসংখ্য ডুবোচর পড়ায় ফেরি, লঞ্চসহ নৌযানগুলো দুই থেকে আড়াই কিলোমিটার ভাটিতে গিয়ে পার হচ্ছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আ. সালাম বলেন, ছয়টি ছোট আকারের কে-টাইপ ফেরি সচল থাকলেও সেগুলো সাবধানে চলাচল করছে। ফলে যানবাহনের সারি বাড়ছে।