শিলা বৃষ্টিতে বিরামপুরে আম, লিচু ও শস্য ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা:
গতকাল সোমবার (২০ মার্চ) সন্ধায় হঠাৎ করেই কালো মেঘ ধেঁয়ে আসে উত্তরের আকাশে। কিছুক্ষণ মেঘের গর্জন আর বিজলীর আলোক ঝঁলকানী। এভাবেই চলতে থাকে দীর্ঘক্ষণ। তার পর পরেই রাতে শুরু হলো বরফ পাথরের খেলা। দেখে মনে হচ্ছিলো যেন আকাশ দূর থেকে পাথর ছুঁড়ে মারছিলো মাটির গায়ে। বড় বড় পাথর পড়ার বিকট আওয়াজ যেন এক ধরনের ভীতি সৃষ্টি করছিলো মানব মনে। একদিকে শিলা, আরেক দিকে বৃষ্টি। এরই মাঝে আবার প্রবল বেগে ঝড়। এমন দূর্যোগপূর্ন সময়ে বিদ্যুত এরও লোড-শেডিং। জনজীবন যেন বিপর্যস্ত।
এদিকে শিলা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে আম, লিচু সহ বোরো ধান চাষীরা। সুন্দর ফসলের যে স্বপ্ন তারা বুনেছিলো, তা এক নিমিষেই ধুলিতসাৎ করে দিয়ে গেলো ক্ষণিকের শিলা বৃষ্টি ও ঝড়। এ যেন এক দুঃস্বপ্নের মত মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে। কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেয়া যায়, তা নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছেন চাষীরা। এ ব্যাপারে সরকারী সহযোগীতা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।