শিশু হত্যায় একই পরিবারের ৩ জনের যাবজ্জীবন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে শিশু শাকিল (১০) হত্যার অভিযোগে বাবা-মাা ও সন্তানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুর দেড়টার দিকে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল হায়দার আদালতে এ রায় প্রদান করেন। তবে এ রায় প্রদানের সময় আসামিরা পলাতক ছিলেন।

জানা গেছে, জেলার কলাপাড়া উপজেলার পূর্ব ধুলাশ্বর ইউনিয়নে ২০০৯ সালের ২৪ এপ্রিল তরমুজ খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে মোমাশ্বের মৃধার শিশুসন্তান শাকিলকে (১০) অপহরণ করেন প্রতিবেশী শাহজাহান ফকিরের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর ২৫ এপ্রিল দুপুরে ধুলাশ্বরের কাউয়ারচর এলাকা থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২৫ এপ্রিল শাকিলের মা জেসমিন আক্তার বাদী হয়ে প্রতিবেশী শাহজাহান ফকির, তার স্ত্রী আনোয়ার বেগম ও তার সন্তান ছলেমান ফকিরসহ ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন কলাপাড়া থানায়। ২০১০ সালের ৮ জানুয়ারি ওই মামলার তদন্তকারী অফিসার এসআই মনিরুজ্জামান তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জ গঠন করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি কমল দত্ত এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মেহেদী হাসান তাজ।